গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ১শ’ পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে এ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
এ উপলক্ষে চকপাড়া গ্রামের বশির উদ্দিনের বাড়ি সংলগ্ন মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জেড আই জালালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাওনা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আতিকুজ্জামান চৌধুরী, সহকারী জেনারেল ম্যানেজার (প্রকৌশল) মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, গাজীপুর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমির হাজমা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম মণ্ডল বুলবুল, সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি কামাল ফকির প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
আরএ