দিনাজপুর: নিয়োগ দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ তুলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মায়ের নামে প্রতিষ্ঠিত দিনাজপুর উপশহরে অবস্থিত তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন প্রতিষ্ঠানের কর্মচারী ও এলাকাবাসী।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে রক্তকেন্দ্রর সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা।
রক্তকেন্দ্রের অফিস সুপার মো. আহচান আলীর লিখিত অভিযোগে বলা হয়, কোনো নিয়ম-নীতি না মেনে নুরুল ইসলাম প্রতিষ্ঠানে বিভিন্ন সময় কমিটির সদস্য নিয়োগ দেন।
কেন্দ্রের যাবতীয় মালামাল তিনি নিজেই ক্রয় করেন ও সংশ্লিষ্টদের বাধ্য করে বিলের কপিতে স্বাক্ষর নেন। প্রতিষ্ঠানের গাড়ি চালককে নিজের প্রয়োজনে ব্যবহার করেন।
এছাড়া রক্তকেন্দ্রের লিচু বাগান থেকে আয়ের ১৪ হাজার টাকা আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে বহিষ্কারের হুমকি দেওয়া হয়।
কেন্দ্রের কর্মচারীরা জানান, প্রায় ৮ বছর ধরে সাধারণ সম্পাদকের পদ আকঁড়ে আছেন নুরুল ইসলাম। সম্প্রতি এ ব্যাপারে ব্যবস্থা নিতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের কাছে কর্মচারীরা অভিযোগ করলে তাদের নানা ভয়ভীতি ও চাকরিচ্যুতির ভয় দেখান নুরুল ইসলাম।
কর্মচারীরা জানান, প্রধান কার্যালয় থেকে নির্দেশ না আসা পর্যন্ত প্রশাসনিক ভবনের তালা খোলা হবে না।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসআর