ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় সিমেন্ট শিটের চাপায় শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
গজারিয়ায় সিমেন্ট শিটের চাপায় শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরবাউশিয়া এলাকায় সিমেন্ট শিটের নিচে চাপা পড়ে বিপ্লব হোসেন (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে গজারিয়ার  একটি সিমেন্ট কারখানায় কর্মরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।



ঘটনার পরপরই বিপ্লবকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিপ্লব পঞ্চগড় জেলার মো. আমিরুল ইসলামের ছেলে।

ওই সিমেন্ট কারখানার মানবসম্পদ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন শ্রমিকের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) রতন চন্দ্র নাগ বাংলানিউজকে জানান, শ্রমিকের মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।