ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিভিন্ন স্থানে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
বিভিন্ন স্থানে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ।  
 
ফার্মাসিউটিক্যালস মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) উদ্যোগে মঙ্গলবার (১০ নভেম্বর) এসব কর্মসূচি পালিত হয়েছে।

 
 
ফারিয়ার দাবির মধ্যে রয়েছে- পে স্কেলের ৭ম গ্রেডের সমপরিমাণ বেতন নির্ধারণ, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে অন্যান্য ভাতা প্রদান, চাকরির নিশ্চয়তা প্রদান ও নীতিমালা প্রণয়ন, ফারিয়াকে সরকারি স্বীকৃতি প্রদান এবং সাপ্তাহিক ছুটিসহ সব সরকারি ছুটির সুযোগ প্রদান।
 
বাংলানিউজের বিভিন্ন ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো খবর নিয়ে প্রতিবেদন-
 
পঞ্চগড়: সকাল সাড়ে ১১টার দিকে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ফারিয়ার পঞ্চগড় জেলা শাখার সভাপতি রায়হান হোসেন, সাধারণ সম্পাদক আওরঙ্গজেব, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির শাহীন ও আশরাফুল ইসলাম প্রমুখ।

পার্বতীপুর (দিনাজপুর): দুপুরে শহরের শহীদ মিনার রোডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন- ফারিয়া পার্বতীপুর শাখার সভাপতি খন্দকার আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক নুরুল হুদা, রওশন আলী, মাহবুবর রহমান, নায়েব আলী প্রমুখ।

চাঁদপুর: দুপুর ১২টার দিকে ফরিদগঞ্জ উপজেলা চত্বরের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- ফারিয়া ফরিদগঞ্জ উপজেলা সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, সদস্য জিয়াউর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।
 
মৌলভীবাজার: দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার  সদর হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন- মৌলভীবাজার সদর ফারিয়া কমিটির আহ্বায়ক কামরুজ্জামান জুয়েল, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, বাণী চন্দ্র শীল, এম শিমুল, এনামুল হোসেন, নাজমুল হোসেন 
 
লক্ষ্মীপুর: সকাল ১০টার দিকে কমলনগর উপজেলা সদরের হাজিরহাট বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন- ফারিয়া কমলনগর উপজেলা কমিটির সভাপতি ইলিয়াস হোসেন, সিনিয়র সহ সভাপতি সাইফ উল্লাহ, সাধারণ সম্পাদক হুমায়ন কবির প্রমুখ।
 
চুয়াডাঙ্গা: সকালে শহরের শহীদ হাসান চত্বরে মানবন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন- ফারিয়ার প্রধান উপদেষ্টা চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম, সংগঠনটির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাবলু, আমিনুল ইসলাম মুকুল, হারুনুর রশিদ প্রমুখ।  

নীলফামারী: দুপুরে ডিমলা উপজেলার সুটিবাড়ি মোড়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন- ফারিয়া ডিমলা উপজেলা সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র রায়, সদস্য পরেশ চন্দ্র মোহন্ত, নুরে আলম নিউটন, বাবলু কুমার রায়, নাজমুন হুদা জুয়েল, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।  
 
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যম প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দেন ফারিয়ার নেতারা।
 
জয়পুরহাট: সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে দিনাজপুরের হিলি ও জয়পুরহাটের পাঁচটি উপজেলার পাঁচ শতাধিক ওষুধ প্রতিনিধি অংশ নেন।
 
ফারিয়ার জয়পুরহাট শাখার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তরঙ্গ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমানুর রহমান তালুকদার, ফারিয়ার পাঁচবিবি প্রতিনিধি চঞ্চল কুমার, ক্ষেতলালের মুনছুর রহমান বাবু, আক্কেলপুরের ইফতেখার আলম শিফার ও কালাইয়ের প্রতিনিধি তৌহিদুল ইসলাম তালুকদার।  
 
মেহেরপুর: সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গাংনী হাসপাতাল বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- ফারিয়া গাংনী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক গোলাম কবীর শামিম, সিনিয়র সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান প্রমুখ।
 
রাজবাড়ী: মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে আধাঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন- রাজবাড়ী ফারিয়ার সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আসিফ আলম, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম রকি প্রমুখ।
 
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): দুপুরে রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন- ফারিয়ার সভাপতি মীর জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আজাহারুল হক রুবেল, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, উপদেষ্টা দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম, মানিক মিয়া, রিপন রায়, আক্তার হোসেন প্রমুখ।
 
শরীয়তপুর: সকাল ১১টার দিকে শরীয়তপুর সদর হাসপাতাল সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন- জেলা কমিটির আহ্বায়ক আহাদুজ্জামান। মানববন্ধনে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী, শিপন রহমান, সেলিমুর রহমান, রেজাউল ইসলাম প্রমুখ।  
 
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।