ঢাকা: প্রায় ১০দিন হাসপাতালের চিকিৎসা শেষে এবার বাড়ি ফিরছেন শুদ্ধস্বরের স্বত্বাধিকারী প্রকাশক আহমেদুর রশিদ চৌধুরী টুটুল।
তবে কবি তারেক রহিম ও রণদীপম বসুকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) টুটুলকে হাসপাতাল থেকে বাসায় ফেরার ছাড়পত্র দেন চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) খাজা আবদুল গফুর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় টুটুলকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। সন্ধ্যার কিছু পর তার স্বজনরা তাকে নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। ’
‘তবে আহত কবি তারেক রহিমের চিকিৎসা চলবে। রণদীপম বসুর শারীরিক অবস্থাও ভালোর দিকে। চিকিৎসকরা জানিয়েছেন-তিনিও কয়েকদিনের মধ্যেই হাসপাতাল ছাড়তে পারবেন,’ যোগ করেন খাজা আবদুল গফুর।
এর আগে ০১ নভেম্বর (শনিবার) লালমাটিয়ার শুদ্ধস্বর প্রকাশনা প্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে শুদ্ধস্বরের স্বত্বাধিকারী আহমেদুর রশিদ চৌধুরী টুটুল, কবি তারেক রহিম এবং লেখক ও ব্লগার রণদীপম বসু আহত হন।
একই দিন শাহবাগের আজিজ সুপার মার্কেটে পৃথক হামলায় নিহত হন জাগৃতি প্রকাশনীর কর্নধার ফয়সাল আরেফিন দীপন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এজেডএস/এমএ/