ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সওজ কর্মচারীদের নিয়মিত না করার প্রতিবাদে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
সওজ কর্মচারীদের নিয়মিত না করার প্রতিবাদে সভা ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

নোয়াখালী: সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ৭ হাজার ৫৯ জন ওয়ার্ক চার্জ কর্মচারীকে নিয়মিত না করার প্রতিবাদে নোয়াখালীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় ৪ দফা দাবিতে বাংলাদেশ সওজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন জেলা সংসদের (নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুর) উদ্যোগে নোয়াখালী সড়ক ভবন চত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।



বাংলাদেশ সওজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নোয়াখালী সংসদের সভাপতি  মঞ্জুরুল করিম মন্টুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সূবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম।

জেলা সংসদের সাধারণ সম্পাদক মো. নবীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সওজ শ্রমিক-কর্মচারী  ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি গোলাম কিবরিয়া দুলাল, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খন্দকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাওলা জিয়াউল হক লিটন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সম্পাদক সহিদ উল্লা খান সোহেল, সওজের ফেনী সংসদের সভাপতি মশিউর রহমান, লক্ষ্মীপুর সংসদের সভাপতি মনোয়ারুজ্জামান প্রমুখ।

বক্তারা অবিলম্বে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুয়াযী ওয়ার্ক চার্জ কর্মাচারীদের নিয়মিত সংস্থাপনে আনার জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।