নেত্রকোনা: জেলার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে সারোয়ানা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বারহাট্টার বৌরাটী এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা হয়।
সারোয়ানা বেগম উপজেলার বিক্রমশ্রী গ্রামের খুরশেদ আলীর স্ত্রী।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান বাংলানিউজকে জানান, সকালে ঢাকা থেকে নেত্রকোনা-মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর ট্রেন হাওর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধা মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
পিসি/