ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দীপাবলী উপলক্ষে রাজবাড়ীতে আলোর মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
দীপাবলী উপলক্ষে রাজবাড়ীতে আলোর মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাজবাড়ীতে আলোর মিছিল বের করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় হিন্দু ধর্মাবলম্বীদের দিপাবলী উপলক্ষে জাগো হিন্দু বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে শহরে এ আলোর মিছিল বের হয়।



মিছিলটি প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে বড়পুল মোড় প্রদক্ষিণ করে।

আলোর মিছিলে এ সময় অংশ নেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট গণেশ নারায়ণ চৌধুরী, জাগো হিন্দু বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তন্ময় তনু, রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রণয় কুমার বাগচী, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন গাংগুলি, সাংগঠনিক সম্পাদক বিনয় মিত্র প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।