যশোর: যশোরের অভয়নগরে সোমেশ সরকার (৩৫) নামে এক জুয়াড়িকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মেহনাজ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত সোমেশ সরকার উপজেলার ফুলেরগাতী গ্রামের পুলিন সরকারের ছেলে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজের নেতৃত্বে উপজেলার সুন্দলী বাজারে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার অপরাধে সোমেশ সরকারকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসএইচ