ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে ছবি: সোহাগ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাঙালি সাংস্কৃতিতে বিদেশি আগ্রাসন চলছে। তা রুখতে হলে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন বলে মত দিয়েছেন বিশিষ্টজনরা।


 
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শুভজনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তারা এ মত দেন।
 
অনুষ্ঠানে শুভজনের গুণীজন পদক-২০১৫ দেওয়া হয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও মুক্তিযুদ্ধের সংগঠক কামাল লোহানীকে।
 
এছাড়া সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলাসহ দেশের সার্বিক উন্নয়ন ও সমাজ বির্নিমাণে অবদানের জন্য ১০ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়।
 
অনুষ্ঠানে কামাল লোহানী বলেন, বাঙালি সংস্কৃতিতে বিদেশি আগ্রাসন কোনভাবেই ঠেকানো যাচ্ছে না। বাঙালি হয়েও অনেকে বিদেশি সংস্কৃতি লালন করে। এ মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। জোরালো সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা ছাড়া এ আগ্রাসন রোখা যাবে না। এ আন্দোলন গড়তে হলে শুভজন শব্দটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।
 
ভাষা বিষয়ে আক্ষেপ করে তিনি বলেন, ভাষা আন্দোলন বাঙালির বড় অর্জন। যে ভাষার জন্য বাঙালি রক্ত দিয়েছে দেশে সে ভাষা আজ উপেক্ষিত। সর্বত্র ইংরেজির ছড়াছড়ি। যা বিকৃত মানসিকতার পরিচয় দেয়।
 
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কবি ছিলেন না। এরপরও তাকে বলা হয় ‘পোয়েট অব পলিটিক্স’। বঙ্গবন্ধুর ভাষা, কথা সবই কবিতা। যা দিয়ে বাঙালিকে উজ্জীবিত করেছিলেন। সাংস্কৃতিক, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক সর্বত্র আজ অবক্ষয় হচ্ছে। অবক্ষয় রুখতে সাংস্কৃতিক বলয় গড়ে তুলতে হবে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. শফিক উজ জামান বলেন, অর্থনীতি আর সংস্কৃতি সহোদর। একে অন্যকে ছাড়া চলতে পারে না।
 
তিনি বলেন, মুক্তিযুদ্ধ বাঙালির শ্রেষ্ঠ অর্জন। দেরিতে হলেও হায়েনাদের বিচার হচ্ছে এটাই বড় পাওয়া। হায়েনাদের দোসররা তা রুখতে না পেরে বাঙালির সংস্কৃতি নষ্টের পাঁয়তারা করছে।
 
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বলেন, গভর্নর ড. আতিউর রহমানের নেতৃত্বে মানবিক ব্যাংকিং চালু ও সবাইকে ব্যাংকিং সেবার আওতায় আনতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে সবাইকে সহযোগিতা করতে হবে।
 
অনুষ্ঠানে কবি কাজী রোজী, নাট্যজন ড. ইনামুল হক, নজরুল সংগীতশিল্পী ওস্তাদ সালাউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।  
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম আর মঞ্জু।
 
** ‘শুভজন’ পদক পেলেন কামাল লোহানী

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
আরইউ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।