ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় গণস্বাক্ষর অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
বরগুনায় গণস্বাক্ষর অভিযান

বরগুনা: ‘পরিবার ও সমাজ হোক নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধের দুর্গ’ স্লোগানকে সামনে রেখে বরগুনায় নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধ মাস পালনের অংশ হিসেবে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার(১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্বরে গণস্বাক্ষর গ্রহণ করা হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ বরগুনা জেলা শাখা এ কর্মসূচি পালন করছে।

এর আগে বরগুনা জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট শওগাতুল আলম হানিফ এ কর্মসূচির উদ্বোধন করেন। অর্ধ শতাধিক আইনজীবী এসময় স্বাক্ষর করে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐকমত্য পোষণ করেছেন। পরে সবার স্বাক্ষরের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

কর্মসূচি পালনকালে বরগুনা জেলা মহিলা পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- সভাপতি নাজমা বেগম, সহ-সভাপতি খাদিজা বেগম, নিগাত সুলতানা আজাদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেলিনা আক্তার, সদস্য ফারহানা আলম মিতা, ফেরদৌসি বেগম মহুয়া, দুলালী ইয়াসমিন মিলি ও কাজী শেলিনা হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
পিসি/




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।