বরগুনা: ‘পরিবার ও সমাজ হোক নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধের দুর্গ’ স্লোগানকে সামনে রেখে বরগুনায় নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধ মাস পালনের অংশ হিসেবে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার(১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্বরে গণস্বাক্ষর গ্রহণ করা হয়।
এর আগে বরগুনা জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট শওগাতুল আলম হানিফ এ কর্মসূচির উদ্বোধন করেন। অর্ধ শতাধিক আইনজীবী এসময় স্বাক্ষর করে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐকমত্য পোষণ করেছেন। পরে সবার স্বাক্ষরের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
কর্মসূচি পালনকালে বরগুনা জেলা মহিলা পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- সভাপতি নাজমা বেগম, সহ-সভাপতি খাদিজা বেগম, নিগাত সুলতানা আজাদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেলিনা আক্তার, সদস্য ফারহানা আলম মিতা, ফেরদৌসি বেগম মহুয়া, দুলালী ইয়াসমিন মিলি ও কাজী শেলিনা হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
পিসি/