ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অধ্যাপক আনিসুজ্জামানকে হত্যার হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
অধ্যাপক আনিসুজ্জামানকে হত্যার হুমকি অধ্যাপক আনিসুজ্জামান

ঢাকা: বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে হত্যার হুমকি দিয়ে ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে। তবে কারা এ হুমকি দিয়েছে তা উল্লেখ করা হয়নি।



মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় এ হুমকি আসার পর সাড়ে পাঁচটার দিকে তিনি গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি (নম্বর-৬১৮)।

জিডির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

হত্যার হুমকির বিষয়ে অধ্যাপক আনিসুজ্জামান বাংলানিউজকে বলেন, বিকেল সাড়ে চারটার দিকে আমার মোবাইল ফোনে একটি এসএমএস আসে। সেখানে লেখা, ‘আপনি কেন ব্লগারদের সমর্থন করেন, তাদের পক্ষে কথা বলেন? আপনিও কি চাপাতির কোপ খেয়ে মরতে চান?’

তিনি বলেন, প্রথমে আমি এসএমএসটি দেখতে পাইনি। পরে দেখা মাত্রই গুলশান থানায় গিয়ে জিডি করি।

তবে হত্যার হুমকি দেওয়া ক্ষুদে বার্তায় কোনো ব্যক্তি বা সংগঠনের নাম উল্লেখ করা হয়নি বলেও জানান অধ্যাপক আনিসুজ্জামান।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫/আপডেট ২২৫৫ ঘণ্টা
জেডএফ/এসজেএ/এনএইচএফ/এসএ/এমএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।