ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বর্ধিত সিট ভাড়া বাতিলের দাবিতে রাস্তায়‍ কর্মজীবী নারীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
বর্ধিত সিট ভাড়া বাতিলের দাবিতে রাস্তায়‍ কর্মজীবী নারীরা ছবি: রাজীব/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্ধিত সিট ভাড়া বাতিলের দাবিতে রাস্তায় আন্দোলন করছেন নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেলের বাসিন্দারা।

ছাত্রীদের অভিযোগ, সিটা ভাড়া, ভর্তি চার্জ, গেস্ট চার্জ প্রায় দ্বিগুণ করা হয়েছে, যা তারা দিতে নারাজ।



হোস্টেল সুপার সাবেকুন্নাহারের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি না পেলে রাস্তা ছাড়বেন না বলে হুমকি তাদের।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টা থেকে আন্দোলন চলছিল। রাত ১০টায় তারা রাস্তায় নামেন।

১১টার দিকে সুপারও রাস্তায় আসেন, তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন তিনি। কিন্তু লিখিত প্রতিশ্রুতি ছাড়া কেউ রাস্তা ছাড়তে রাজি হচ্ছেন না।

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসকেএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।