ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর ব্রিফিং করার কথা রয়েছে।
ইউনেস্কো সম্মেলনে যোগ দিতে এর আগের দিন (১৬ নভেম্বর) তিনি দেশটিতে পৌঁছবেন। ১৭ নভেম্বর রাষ্ট্রদূতদের উদ্দেশে প্রধানমন্ত্রী বিভিন্ন কথা বলবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।
সূত্র জানায়, বাংলাদেশের সঙ্গে ইউরোপের সম্পর্ক আরো দৃঢ় করতে ইউরোপের দেশগুলোতে কর্মরত কূটনীতিকদের ব্রিফিং করবেন তিনি। এছাড়া তাদের কথাও শুনবেন প্রধানমন্ত্রী।
এ বিষয়ে ইউরোপে নিযুক্ত এক দেশের রাষ্ট্রদূত নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, আগামী ১৭ তারিখ প্যারিসে বিভিন্ন দেশের বাংলাদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী। বিশ্বের অন্য দেশে এ ধরনের প্র্যাকটিস থাকলেও বাংলাদেশের জন্য নতুন। সম্পূর্ণ প্রধানমন্ত্রীর ইচ্ছায় প্রথমবারের মত আমাদের কিছু রাষ্ট্রদূতদের নিয়ে এ ধরনের একটি সম্মেলন ডাকা হয়েছে। ”
ইউনেস্কো সম্মেলন উপলক্ষে আগামী ১৬ ও ১৭ নভেম্বর ফ্রান্স সফর করবেন তিনি।
গঠনতন্ত্র প্রণয়নের ৭০তম বার্ষিকী পালন হিসেবে ১৬ ও ১৭ নভেম্বর ইউনেস্কো সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংস্থাটির মহাপরিচালক আইরিনা বোকোভা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইউনেস্কো ফোরামে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
ইউরোপের দেশগুলোতে নিযুক্ত রাষ্ট্রদূত আবদুল হান্নান, ইসমত জাহান, আবু জাফর, মোহাম্মদ আবুদল মুহিত, মো. জসিমউদ্দিন, শেখ মুহম্মদ বেলাল, গোলাম সরওয়ার, খন্দকার তালহা, মোহাম্মদ মাহফুজুর রহমান এবং সাইফুল হক প্রধানমন্ত্রীর ওই ব্রিফিংয়ে অংশ নিতে পারেন।
এদিকে, বাংলানিউজের প্যারিস করেসপন্ডেন্ট দেবেশ বড়ুয়া জানিয়েছেন, প্রাথমিক কর্মসূচিতে জানা গেছে ১৭ নভেম্বর গোটা দিনই ইউনেস্কো সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর ১৮ নভেম্বর সকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। আর ওই দিন সন্ধ্যায় প্যারিসে বাংলাদেশি কমিউনিটির দেওয়া একটি গণ সংববর্ধনায়ও অংশ নেবেন তিনি।
আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর ইউরোপের আরেক দেশ মাল্টায় অনুষ্ঠেয় কমনওয়েলথ সম্মেলনেও বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
বাংলাদেশ সময়: ০৪২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
জেপি/বিএস