চুয়াডাঙ্গা: অবশেষে পতাকা বৈঠকের পর মানসিক প্রতিবন্ধী বাংলাদেশি নাগরিক সাবানা খাতুনকে (৩৭) ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার বাড়াদী সীমান্তে পতাকা বৈঠকের পর ওই নাগরিককে বর্ডার গার্ড (বিজিবি) সস্যদের হাতে হস্তান্তর করা হয়।
বিজিবি জানায়, জেলার দামুড়হুদা উপজেলার কামাড়পাড়া গ্রামের কিতাব আলীর মানসিক প্রতিবন্ধী স্ত্রী সাবানা খাতুন দুপুরে মাথাভাঙ্গা নদীতে ভেলায় করে ভাসতে ভাসতে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ তাকে আটক করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, বিষয়টি অবগত হওয়ার পর বিজিবির পক্ষ থেকে ওই বাংলাদেশি নাগরিককে ফেরত চেয়ে বিএসএফকে পত্র পেরণ করা হয়। এতে বিএসএফ সাড়া দিলে সন্ধ্যা সাড়ে ৫টায় বাড়াদী সীমান্তের নোম্যান্সল্যান্ডে বিজিবি -বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় আধাঘণ্টা বৈঠকের পর বিএসএফ সাবানা খাতুনকে বিজিবির কাছে হস্তান্তর করে।
বাংলাদেশ সময়: ০৪৫৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
বিএস