ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকস্ট্যান্ডের জ্বালায় অতিষ্ঠ পথচারী ও এলাকাবাসী

আবু খালিদ ও হাসিবুর রহমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
ট্রাকস্ট্যান্ডের জ্বালায় অতিষ্ঠ পথচারী ও এলাকাবাসী ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘রাস্তার দু’পাশে ট্রাক রেখে সড়কের দুই তৃতীয়াংশই দখল করে ফেলায় প্রতিদিনই এ সড়কে যেতে আসতে অনেক সময় নষ্ট হয়ে যায়। ট্রাকগুলো সরিয়ে ফেললেই এ সড়কে যানজট থাকবে না।

’  কোন নগর পরিকল্পনাবিদ বা নগর বিশেষজ্ঞের নয়, এটা একজন সাধারণ ভুক্তভোগীর বক্তব্য।

আজিমপুরের বাসিন্দা রুবাইয়া জাহানের অফিস নাবিস্কো মোড়ে। তিনি প্রতিদিনই এ সড়ক দিয়ে আসা যাওয়া করেন। সড়কটির যানজটের মূল কারণ হিসেবে তিনি চিহ্নিত করেন ট্রাকের এ স্ট্যান্ডটিকে।

ট্রাকস্ট্যান্ডটির কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে উল্লেখ করে এলাকাবাসী‍রা জানালেন, ‘শুধু ট্রাক রেখে সড়ক দখল নয়, দ্রুত গতিতে ট্রাক চলাচল, হর্ণের শব্দ, নানা শ্রেণির মানুষের আনাগোনাসহ বিভিন্ন সমস্যায় এলাকাবাসীকে দিন পার করতে হচ্ছে। ’

তাই পথচারীসহ এলাকাবাসীর দাবি সড়ক থেকে ট্রাক সরানোর পাশাপাশি পুরো ট্রাক স্ট্যান্ডটিই এখান থেকে সরিয়ে নেয়া হোক।

মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, স্ট্যান্ড ছাড়াও ছোট বড় ট্রাকগুলোকে তেজগাঁও খাদ্য গুদাম, টিএন্ডটি ওয়ার্কশপ, রেলওয়ে কলোনি এলাকার বিভিন্ন সড়কে রাখা হচ্ছে। আশাপাশের সড়কে এসব ট্রাক ও পিক-আপ ভ্যানগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকায় পুরো এলাকাই ঘিঞ্জিতে পরিণত হয়েছে। ট্রাকগুলোতে বহন করা বিভিন্ন পণ্য দ্রব্যের পরিত্যক্ত অংশ ফেলে রাখা হচ্ছে সড়কের পাশেই। এসব পরিত্যক্ত আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। প্রায় সারাক্ষণই ট্রাক চলাচল করার কারণে উড়ছে ধুলাবালি।  

এলাকাবাসীর অভিযোগ, রেলের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা এ ট্রাক স্ট্যান্ডের ট্রাকগুলো সড়ক দখল করে একদিকে যেমন যানজট সৃষ্টি করছে, অন্যদিকে মাদক গ্রহণসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পরছে এসব ট্রাকের শ্রমিকরা।

রেলওয়ে কলোনির বাসিন্দা আবদুল আহাদ বলেন, ‘ট্রাকগুলো শুধু মূল সড়ক থেকে সরালেই হবে না, এই অবৈধ ট্রাক স্ট্যান্ডকেই এখান থেকে সরানো দরকার।

কেননা ট্রাকগুলো বিভিন্ন সময় মূল সড়ক ছাড়িয়ে আবাসিক এলাকার ভিতরেও চলে আসে। এতে সড়কগুলোতে তীব্র যানজট হচ্ছে আর আবাসিক এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। যেন একেবারে গোঁদের ওপর বিষফোঁড়া। ’

একাধিক রিকশা চালকও সড়কের যানজটের জন্য ট্রাকগুলোকেই দায়ী করেন। বাংলানিউজ প্রতিনিধিদের সড়কের দুপাশের সারিবদ্ধ ট্রাকের দিকে নির্দেশ করে এক রিকশা চালক প্রশ্ন রাখেন, “কুন রাস্তার যদি দুই ধারেই এরম করে কেউ গাড়ি রাখে তালি জাম না পইড়ে পারে আপনিই কোন?” ঐ রিকশা চালক আরো বলেন, ‘এইসব গাড়ির হেল্পার ডাইভাররা এহানে থাকি গ্যাঁজা খায়, আরো ম্যালা আকাম কুকাম করে সব কতা আপানাগে কওয়া যাবিনা। ’

তবে শুধু এলাকাবাসী বা ভুক্তভোগী পথচারীই নয়। খোদ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খানও এই এলাকার যানজটের কারণ হিসেবে এলোপাতাড়িভাবে রাস্তা দখল করে ট্রাক রাখার বিষয়টি অস্বীকার করতে পারেননি।

বাংলানিউজ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে রুস্তম খান বলেন, ‘এটা অস্বীকার করব না যে সড়কের দু’পাশ দখল করে ট্রাকগুলো রাখার কারণেই এ সড়কে যানজট হচ্ছে। এলাকার বাসিন্দাদের কাছে গেলে তাদের একশ’ জনের মধ্যে একশ’ এক জনই ট্রাক স্ট্যান্ড সরাতে বলবে। ’

তবে একই সঙ্গে তিনি ব্রিটিশ আমল থেকে চালু থাকা এ ট্রাক স্ট্যান্ডকে সরানোর আগে পণ্যবাহী যানবাহন রাখার জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য সরকারের প্রতি দাবি জানান।

** রেল-পিডব্লিউডি’র জায়গা দখল করে ট্রাকস্ট্যান্ড!

বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।