ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে কলেজের সামনের সড়কে এ উৎসবের আয়োজন করে মমেক এম-৪৯ ও বিডিএস’র শিক্ষার্থীরা।
তিন ঘণ্টাব্যাপী এ উৎসবে প্রায় সাড়ে চার হাজার মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয়। এ উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. মতিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক ডা. মতিউর রহমান ভূইয়া, অধ্যাপক ডা. শঙ্কর নারায়ণ দাস, অধ্যাপক ডা. শিখা রুদ্র, ডা. চিত্তরঞ্জণ দেবনাথ, ডা. দেবাশীষ মন্ডল, ডা. হরিমোহন পন্ডিত (নিউটন), ডা. ওয়াহিদুর রহমান ছোটন, ডা. আজিম উদ্দিন হীরা, ম-৪৭ ব্যাচের মেহেদী হাসান কবির প্রমুখ।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন- মমেক শিক্ষার্থী শিবা, তুষার, মানব, সুনন্দ, অনুপ, রাকেশ, প্রিয়া, পৌষি, তৃষিতা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
আরএইচএস/আরএম