চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলার তেলের মোড় বাজারের ১০ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে বাজারের চার জন দোকানি ও এক নৈশ প্রহরীকে মারধর করে ডাকাতি করে ১৫/২০ জন দুর্বৃত্ত।
আহতদের সবাইকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে জানান, বুধবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডাকাতির ঘটনায় ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসআর