ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
খাগড়াছড়িতে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে এ কর্মশালার উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।



খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতের বড়ুয়ার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী, দৈনিক অরণ্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, জেলা তথ্য কর্মকর্তা মিলন চাকমা, পিআইবির রিপোর্টার জিলহাজ উদ্দিন নিপুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।