ঢাকা: রাজধানীতে পৃথক ঘটনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আলামিন (২২) ও ইলিয়াস (৩২) নামে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) সকালে মালিবাগ ও শ্যামপুর পোস্তগোলা এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আলামিনের বাবার নাম আব্দুল মান্নান, তার বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইলিয়াসের গ্রামের বাড়ি মাদারীপুরে।
আলামিনের সহকর্মী সাদ্দাম বাংলানিউজকে বলেন, আমরা মালিবাগ সংলগ্ন এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবনের তৃতীয় তলায় থাকি। সেখানেই কাজ করি। আজ (বুধবার) বেলা ১১টার দিকে কাজ করতে গিয়ে তৃতীয় তলা থেকে পড়ে যায় আলামিন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ইলিয়াসের সহকর্মী বাবুল জানান, রাজধানীর শ্যামপুর পোস্তগোলার একটি বহুতল ভবনে কাজ করার সময় তৃতীয় তলা থেকে নিচে পড়ে যান ইলিয়াস। গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এজেডএস/আরএইচএস/আরএম