নওগাঁ: নওগাঁর সাপাহা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মাসুদ রানা (২২) নামে এক যুবক আহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার সীমান্ত গ্রাম কলমুডাঙ্গায় এ ঘটনা ঘটে।
আহত মাসুদ ওই গ্রামের শফিকুলের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ভোরে এলাকার ৮/১০ জন রাখাল কলমুডাঙ্গা সীমান্তের ২৪০ নম্বর পিলারের কাছে গরু আনতে যান। এ সময় বিএসএফ সদস্যরা হঠাৎ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে মাসুদ গুলিবিদ্ধ হোন। পরে অন্যরা তাকে উদ্ধার করে নিয়ে আসেন।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৪ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার রফিকুল হাসান বাংলানিউজকে ওই যুবকের গুলিবিদ্ধের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসআর