ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিভিন্ন সমুদ্র বন্দর পরিদর্শন শেষে দেশে ফিরলেন নৌ-মন্ত্রী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
বিভিন্ন সমুদ্র বন্দর পরিদর্শন শেষে দেশে ফিরলেন নৌ-মন্ত্রী পরিবহন মন্ত্রী শাজাহান খান

ঢাকা: বিভিন্ন দেশের সমুদ্র বন্দর পরিদর্শন শেষে দেশে ফিরেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

বুধবার (১১ নভেম্বর) সকালে তিনি দেশে ফেরেন।

দুপুরে    নৌ-পরিবহন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা  মো. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশের সমুদ্র বন্দর পরিদর্শনের জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিদলের সদস্য হিসেবে ৩ নভেম্বর রাতে মরিশাসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মন্ত্রী। প্রতিনিধিদল মরিশাস ও মিশরের আলেকজান্দ্রিয়া সমুদ্র বন্দর পরিদর্শন করে।

এসব বন্দরের অবকাঠামো ও অপারেশনাল কার্যক্রম এবং কার্গো হ্যান্ডলিং, শ্রমিক ব্যবস্থাপনা, নাব্যতা রক্ষার কৌশল ও সার্বিক কার্যক্রম সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ ও অভিজ্ঞতা অর্জনের জন্য এ সফর করা হয়।

এতে আরও বলা হয়, এ সফর বন্দরসমূহের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং সার্বিক ব্যবস্থাপনাগত কাজের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। যা দেশের সমুদ্র বন্দরসমূহের উন্নয়নের ক্ষেত্রে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং তার সুষ্ঠু বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।