বগুড়া: বগুড়ার কাহালু উপজেলার কাজিপাড়া এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় মোজাম্মেল হোসেন মোজাম (৫৫) নামে এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল সোনাতলা উপজেলার হেগুনাল গ্রামের ধলু প্রধানের ছেলে।
কাহালু থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তোজাম্মেল হোসেনে বাংলানিউজকে জানান, কাহালু উপজেলার কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ১০-১২ জন ধানাকাটা শ্রমিক একটি গাড়ি থেকে নেমে সড়ক পার হচ্ছিলেন। এ সময় সান্তাহারগামী একটি মালবাহী ট্রাক ধানকাটা শ্রমিক মোজাম্মেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার পর চালক দ্রুত ট্রাক নিয়ে পালিয়ে যায়। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এমবিএইচ/আরএইচএস/আরএম