ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে পৃথক ঘটনায় ২ গৃহবধূর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
সাভারে পৃথক ঘটনায় ২ গৃহবধূর মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

সাভার (ঢাকা): সাভারে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকালে সাভারের জয়নাবাড়ি ও নগরকোন্ডা এলাকা থেকে মরদেহ দু’টো উদ্ধার করা হয়।



জয়নাবাড়ি এলাকার স্থানীয়রা বাংলানিউজকে জানায়, মঙ্গলবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গৃহবধূ সালমা ও তার স্বামী একলাছ মিয়ার সঙ্গে ঝগড়া হয় তার দেবর ছরওয়াদীর।

এর জের ধরে বুধবার সকালে কোনো কিছু বুঝে ওঠার আগেই সালমাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ছরওয়াদী। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে বুধবার সকালে নগরকোন্ডা এলাকার একটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মিতা নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাসির বাংলানিউজকে জানান, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন।

তিনি আরও বলেন, নিহত সালমার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পরে থেকে ঘাতক দেবর ছরওয়াদী পলাতক রয়েছেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল পাঠানো হয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় দু’টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
ওএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।