ঢাকা: বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
এ সময় পর্যন্ত বিদেশিদের ওপর সহিংস হামলার অাশঙ্কা করছে দেশটি।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সর্বশেষ ভ্রমণ সতর্কবার্তায় মঙ্গলবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় মধ্যরাতে এমন তথ্য প্রকাশ করেছে।
সর্বশেষ হালনাগাদ করা এ ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশে চলমান সহিংস কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ ভ্রমণ করতে চাওয়া মার্কিন নাগরিকদের নিরাপত্তার বিষয়ে যথাযথ উপদেশ মেনে চলতে হবে। কেননা, সামনের বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে এমন সহিংসতা চলতে পারে।
নির্ভরযোগ্য তথ্যের বরাত দিয়ে বাংলাদেশে বিদেশিদের ওপর আরও সহিংস হামলা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
দেশটি বলছে, গত সেপ্টেম্বর ও অক্টোবরে ইতালি ও জাপানের দুই নাগরিককে হত্যা করা হয়। দেশটির লেখক, ব্লগার এবং প্রকাশকদের ওপর হামলা করে একজনকে হত্যা করা হয়। হামলা চালানো হয় ধর্মীয় অনুষ্ঠানে। ইসলামিক স্টেট বা আইএস এসব সহিংস হামলার দায় স্বীকার করেছে। এ ছাড়া ২০১৫ সালের শুরুর দিকে দেশটিতে ধারাবাহিকভাবে বোমা হামলা ঘটানো হয়। যুক্তরাষ্ট্র সরকার জানতে পেরেছে যে, বাংলাদেশে আরও সন্ত্রাসী হামলা ঘটতে পারে।
মার্কিন নাগরিক ও তাদের পরিবারগুলোকে মোটরসাইকেল, বাইসাইকেল, রিকশাসহ হেঁটে চলাচল পরিহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানসহ আন্তর্জাতিক হোটেলগুলোতে কোনো জমায়েতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকা সর্বোপরি নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত না হয়ে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
জেপি/এএসআর