ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
যাত্রাবাড়ীতে ৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবা ও একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের একটি দল।

আটককৃতরা হলেন- মো. জহুরুল ইসলাম ও মো. মাইদুল ইসলাম।



বুধবার (১১ নভেম্বর) ডিএমপি’র গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মুনতাসিরুল জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা ও একটি ট্রাক জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসজেএ/আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।