ঢাকা: হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কোটি টাকা মূল্যের সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস্ হাউজের এয়ারফ্রেইড ইউনিট।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় পণ্য খালাসের সময় সিগারেটগুলো জব্দ করা হয়।
বিমানবন্দরের এয়ারফ্রেইড (পণ্য খালাস) এর গেট-২ দিয়ে এ সিগারেটের কার্টনগুলো বের করার সময় তা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে এখন পর্যন্ত আটক করা হয় নি।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস্ হাউজের এয়ারফ্রেইড ইউনিটের সহকারী কমিশনার (এসি) মো. আল-আমিন বাংলানিউজকে জানান, সোমবার দুবাই থেকে ইকে-৫৮৪ একটি ফ্লাইটে এই সিগারেট গুলো আনা হয়। আলাউদ্দিন নামের এক ব্যক্তির নামে এই সিগারেট গুলো আসে। তার পাসপোর্ট নম্বর এএফ-৭৫৬৮৭২৪।
পণ্য খালাসের সময় ভীড়ের মধ্যেই কয়েকজন লোডার এগুলো টেনে বের করার চেষ্টা করছিলেন। সন্দেহ হলে পণ্যের কাগজ দেখতে চাইলে তখন কৌশলে ওইসব লোডারা পালিয়ে যান।
তিনি বলেন, মোট ১৮টি বাক্স আটক করা হয়। প্রতিটি বাক্সে শতাধিক সিগারেটের প্যাকেট পাওয়া গেছে। যে বাক্সগুলো খোলা হয়েছে সবগুলোতেই বেনসন সিগারেট পাওয়া গিয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।
কোনো কাগজপত্র ছাড়াই এই সিগারেটের বাক্সগুলো বের করা হচ্ছিলো। এ পণ্য খালাসের ব্যাপারে লোডাররা জড়িত থাকতে পারেন বলে জানান তিনি।
তিনি আরো জানান, জব্দকৃত সিগারেটের বাক্সগুলো বের করার সময় যারা এখানে কাজ করছিলেন তাদের লিস্ট ধরে তদন্ত করা হচ্ছে। অবৈধভাবে এই পণ্য কারা বের করে নিয়ে যাচ্ছিলেন তাদের আটকের চেষ্টা চলছে।
প্রাপক আলাউদ্দিনের বিষয়েও খোঁজ করা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫/আপডেট: ১৬৫০ ঘণ্টা
এসজেএ/আরএ