ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দেশে অ্যামনেস্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
দেশে অ্যামনেস্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলায় এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধারা। কর্মসূচিতে দেশে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।

নতুবা আন্দোলন কর্মসূচির হুমকি দিয়েছেন মুক্তিযোদ্ধারা।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিতর্কিত বক্তব্য দেওয়ার জন্য অ্যামনেস্টিকে বাংলাদেশ সরকারের কাছে ক্ষমা চাওয়ারও দাবি জানান মুক্তিযোদ্ধারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর শাখার কমান্ডার ডা. আবদুল মান্নান, জেলা কমান্ডার ফরহাদ আলী মিয়া, মহানগর ডেপুটি কমান্ডার রবিউল ইসলাম, জেলা ডেপুটি কমান্ডার আবুল বাশার, ব্যাংক ও প্রাতিষ্ঠানিক কমান্ডার আল-মাহমুদ, মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন রাজু, জেলা সহকারী কমান্ডার লুৎফর রহমান, মুস্তাফিজুর রহমান খান, অ্যাডভোকেট আবদুস সামাদ প্রমুখ।

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায়ের চূড়ান্ত নিষ্পত্তির আগে সম্প্রতি বিচার প্রক্রিয়া নিয়ে কটূক্তি করে বিবৃতি দেয় অ্যামনেস্টি। বিবৃতিতে বিএনপি ও জামায়াত নেতার বিচার ও আপিল প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি রয়েছে বলে দাবি করে বিভিন্ন সময়ে বিতর্কের মুখে পড়া সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।