লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সেন্টার খাল এলাকায় মেঘনা নদীতে মাছ শিকারের সময় প্রায় ছয় হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
বধুবার (১১ নভেম্বর) সকালে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে রাতভর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ও কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে জালগুলো জব্দ করেন। এসময় অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে মো. সবুজ নামে এক জেলের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম জানান, জাটকা সংরক্ষণ, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও অবৈধ জালের ব্যবহার রোধে অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসআই