রূপগঞ্জ (নারায়নগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছিনতাই করা নয় হাজার পিস প্যান্ট বোঝাই কাভার্ডভ্যানসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকার ভূঁইয়া ব্রিক ফিল্ডে প্যান্টগুলো ভাগ বাটোয়ারা করার সময় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের হালিশহর এলাকার শাহজাহান মিয়ার ছেলে নয়ন (২৩) ও ভোলা জেলার বোরহান উদ্দিন থানার ফকরিয়া এলাকার শের আলীর ছেলে শফিকুল ইসলাম (২৮)।
বিকেলে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে গাজীপুরের টঙ্গী এলাকার তুষুকা অ্যাপারেলস গার্মেন্টস থেকে একটি কাভার্ড ভ্যান ৭৫৮ কার্টনে নয় হাজারটি প্যান্ট নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। পথে প্যান্ট ভর্তি গাড়িটি ছিনতাই হয়ে যায়।
তিনি আরো জানান, বুধবার দুপুরে কর্ণগোপ এলাকার ভূঁইয়া ব্রিক ফিল্ডে কয়েকজন ছিনতাইকারী প্যান্টগুলো ভাগ বাটোয়ারা করছিল। খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় প্যান্ট বোঝাই গাড়িটিসহ ওই দুইজনকে আটক করা সম্ভব হলেও বাকি ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই গিয়াস উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসআই