ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ভারতীয় চাদরসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
যশোরে ভারতীয় চাদরসহ আটক ৩ ছবি: প্রতীকী

যশোর: যশোর সদর উপজেলা থেকে দুইশ’ পিস ভারতীয় চাদরসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজারহাট রেলক্রসিং এলাকার যশোর-কেশবপুর সড়ক থেকে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন কেশবপুর উপজেলার পরচক্রা গ্রামের মেহেদী হাসান, একই গ্রামের জামশেদ আলী ও শেখ ইমরান।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আফতাব উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে এপিবিএনের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় একটি পিকআপ ভ্যানের ভেতর থেকে দুইশ’ পিস ভারতীয় চাদর জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।