ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সাঁথিয়ায় জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
সাঁথিয়ায় জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুরের মৃত্যু

পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা গ্রামে মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে মতিয়ার হোসেন মতি (৪৫) নামের এক শ্বশুরের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় পাবনা মেডিকেল হাসপাতালে তিনি মারা যান।

এ ঘটনায় গুরুতর আহত শাশুড়ি হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত মতিয়ার হোসেন সাঁথিয়া উপজেলার জোরগাছা গ্রামের মহির উদ্দিন মাস্টারের ছেলে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের আত্মীয় মাহফুজ হোসেন বাংলানিউজকে জানান, শ্বশুরের সম্পদ কুক্ষিগত করতে বুধবার (২৫ নভেম্বর) রাতে মেয়ের জামাই ইকবাল শ্বশুর মতিয়ারের ওপর চাপ প্রয়োগ করেন। এ সময় রাজি না হওয়ায় এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে শ্বশুরের বুকে ধারালো ছুরি দিয়ে কয়েকটি আঘাত করেন জামাই ইকবাল।

গুরুতর অবস্থায় পরিবারের লোকজন শ্বশুর ইকবালকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে বিষয়টি জানান।

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
জেডএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।