ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ২ নারী উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৬, ডিসেম্বর ৬, ২০১৫
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ২ নারী উদ্ধার

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে রওশান আরা (৪০) ও রুমা খাতুন (১৯) নামে দুই নারীকে উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে তাদের উদ্ধার করা হয়।



রওশান আরা বাগেরহাটের মংলা থানার হোলদিবুনিয়া গ্রামের চান মিয়ার স্ত্রী ও রুমা খাতুন একই গ্রামের সজিব গাজীর স্ত্রী।

বিজিবির তলুইগাছা বিওপির কোম্পানি কমান্ডার হায়দার আলী বাংলানিউজকে জানান, ওই দুই নারীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।