ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ১৫ দিনব্যাপী বিজয় মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
মানিকগঞ্জে ১৫ দিনব্যাপী বিজয় মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: ‘জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক আজকের প্রজন্ম’ স্লোগানে মানিকগঞ্জে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা।

রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে শহরের সরকারি হাই স্কুল মাঠে বিজয় মেলার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।



বিজয় মেলা মঞ্চে মেলা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম কামাল, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান, বিজয় মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডু, সিপিবির জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম প্রমুখ।

মেলার মঞ্চে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ রাজনীতি, অর্থনীতি ও উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।