ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ২ মানবপাচারকারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
কক্সবাজারে ২ মানবপাচারকারী গ্রেফতার ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারে মানবপাচার মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- পাচারকারী মাহমুদুল হক ও জাফর উল্লাহ।



সোমবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন-কক্সবাজার সদরের লিংকরোড মুহুরীপাড়া এলাকার আশরাফ মিয়ার ছেলে মাহমুদুল হক ও একই এলাকার মৃত মোজাহেরের ছেলে জাফর উল্লাহ।

কক্সবাজার সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারেক বাংলানিউজকে বলেন, মধুপুর থানার উপ-পরিদর্শক সাইফুলের নেতৃত্বে একদল পুলিশ সদর থানার সহযোগিতায় দুই মানবপাচারকারীকে গ্রেফতার করে। পরে তাদের মধুপুর থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফরিদপুর জেলায় মধুখালী থানায় মানবপাচার আইনে মামলা রয়েছে বলে জানান তিনি।

মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল বাংলানিউজকে জানান, সম্প্রতি মায়ানমার থেকে ফেরত আনা বাংলাদেশিদের দেওয়া তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন থানায় মানবপাচারকারী দালালদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়।

এর মধ্যে মাহমুদুল হক ও জাফর উল্লাহ মধুপুর থানায় দায়ের হওয়া এক নম্বর মামলার আসামি। চলতি মাসের ২ ডিসেম্বর মামলাটি দায়ের করা হয়।

মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।