ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ফেনসিডিলসহ প্রাইভেটকার উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
রাজশাহীতে ফেনসিডিলসহ প্রাইভেটকার উদ্ধার

রাজশাহী: রাজশাহীর তানোরে এক হাজার ৫৩৫ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১২-২৮৯৪) উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (১৪ ডিসেম্বর) ভোরে তানোর পৌর এলাকার আমশো মোহর-মথুরাপুর সড়কের পাশে প্রাইভেটকার থেকে এগুলো উদ্ধার করা হয়।



রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সোমবার ভোর সাড়ে ৬টায় দিকে পৌর এলাকার মোহর-মথুরাপুর সড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে যায়। পরে স্থানীয়রা কারটি উদ্ধার করতে গেলে গাড়ির ভেতরে ফেনসিডিল দেখতে পান।  

এ সময় তারা থানায় খবর দেন। কিন্তু ততক্ষণে এর আরোহীরা পালিয়ে যান। পরে পুলিশ প্রাইভেটকার ও ফেনসিডিলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

বর্তমানে এর চালক ও আরোহীদের সন্ধান চলছে বলে জানান তানোর থানার ওসি।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।