ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

তাপমাত্রা নামছে ৯ ডিগ্রিতে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, ডিসেম্বর ১৫, ২০১৫
তাপমাত্রা নামছে ৯ ডিগ্রিতে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পৌষের প্রথমদিনের সকাল থেকেই প্রকৃতি জানান দিচ্ছে, শীত আস্তে আস্তে ঘনিয়ে আসছে। ঘন কুয়াশার সঙ্গে বইছে মৃদু বাতাস।

একটু একটু করে বাড়ছে শীত। আগামী দু’একদিনের মধ্যেই এ তাপমাত্রা দেশের কোথাও কোথাও গিয়ে ঠেকবে ৯ ডিগ্রিতে। বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ।

এমন তথ্যই দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বাংলানিউজকে বলেন, আগামী দু’দিন সারা দেশের তাপমাত্রা কমবে। ঢাকায় এ তাপমাত্রা ১২-১৩ ডিগ্রিতে নামতে পারে। আর দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এই তাপমাত্রা গিয়ে দাঁড়াতে পারে ৯-১০ ডিগ্রিতে।

এসময় কুয়াশা বাড়বে এবং উপকূলীয় এলাকাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে বলেও জানান তিনি।

তিনি বলেন, শুক্রবার (১৮ ডিসেম্বর) থেকে তাপমাত্রা আবার কিছুটা বাড়বে, কমবে শীতের মাত্রা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এদিন বৃষ্টিও হতে পারে।

এই আবহাওয়াবিদ আরও বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে। তবে এই সম্ভাবনা উত্তরাঞ্চলে বেশি।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এএ





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।