ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পণ্যে পাটজাত মোড়ক ব্যবহারে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
পণ্যে পাটজাত মোড়ক ব্যবহারে অভিযান

ঢাকা: ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি পরিবহনে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক আইন-২০১০ বাস্তবায়নে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজমের নেতৃত্বে অভিযান শুরু হয়।



অভিযানে অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান ও পাট অধিদফতরের মহাপরিচালক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বাংলানিউজকে বলেন, ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি পরিবহনে ঢাকাসহ দেশের বিভাগ, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে এ অভিযান পরিচালিত হচ্ছে। পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করলে ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে।

তিনি আরো বলেন, প্রথমবার ওইসব ব্যবসায়ীদের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের জেল দেওয়া হচ্ছে। সেই সঙ্গে দ্বিতীয়বার যদি কোনো ব্যবসায়ী একই কাজ আবার করেন তাকে ১লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই বছরের জেল দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা,ডিসেম্বর ১৫, ২০১৫
জেডএফ/আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।