ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মতিঝিলে পৃথক ঘটনায় ২ মৃতদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
মতিঝিলে পৃথক ঘটনায় ২ মৃতদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকা থেকে পৃথক ঘটনায় দু’টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শাহাদাৎ হোসেন (২৭) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির ও বেলা ১১টার দিকে অজ্ঞাতপরিচয় এক রিকশাচালকের (৭০) মৃতদেহ উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ।



শাহাদাৎ নোয়াখালীর জেলার চাটখিল এলাকার মৃত মনির হোসেনের ছেলে।

মতিঝিল থানার এসআই মহসীন আলী বাংলানিউজকে জানান, সকাল ৯টার দিক ফকিরাপুল বাজারের আসমা আবাসিক হোটেলের তৃতীয় তলার ২৭ নম্বর কক্ষ থেকে শাহাদাতের মৃতদেহ উদ্ধার করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। শাহাদাৎ ওই হোটেলসহ বিভিন্ন দোকান ও বাসাবাড়িতে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। রাতে দুই সহকর্মী সঙ্গে ঘুমাতে যান তিনি। সকালে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন সহকর্মীরা। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

এদিকে মতিঝিল এজিবি কলোনির মসজিদ মার্কেটের সামনের রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় (৭০) এক রিকশাচালকের মৃতদহে উদ্ধার করেছে পুলিশ।
 
এ বিষয়ে মতিঝিল থানার এসআই মনিবুর রহমান জানান, ওই ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এর পরপরই তার মৃত্যু হয়। খবর পেয়ে বেলা ১১টার দিকে মৃতদেহ উদ্ধার করে ঢামেকে হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এজেডএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।