ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

হোসনি দালানে হামলাকারী পলাতক ৩ আসামি শনাক্ত!

কাজী নাজমুল হক ফয়সাল, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, ডিসেম্বর ১৫, ২০১৫
হোসনি দালানে হামলাকারী পলাতক ৩ আসামি শনাক্ত! ফাইল ফটো

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের হোসনী দালানের পাশে আশুরার তাজিয়া মিছিলে হামলাকারী পলাতক তিন আসামিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ওই হামলায় কমপক্ষে পাঁচজন অংশ নিয়েছিল।

এর মধ্যে কিছুদিন আগে ডিবি পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে একজন নিহত হয়। আরেকজন আদালতের নির্দেশে কারাগারে রয়েছেন।

গোয়েন্দা পুলিশের বক্তব্য অনুযায়ী, এ ঘটনায় হামলাকারী পাঁচজনের মধ্যে তিনজন এখনও পলাতক রয়েছে। গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদ এবং তদন্তে ওই তিনজনের বিষয়ে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে।

সেসব তথ্যের ভিত্তিতে পলাতক আসামিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের পরিচয়ও জানা গেছে। এখন কেবল গ্রেফতারের অপেক্ষা।

এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ বাংলানিউজকে বলেন, তাজিয়া মিছিলে হামলাকারীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। এদের পরিচয় জানা গেছে, তবে তদন্তের স্বার্থে গোপন রাখা হচ্ছে। আসামিরা কিছু দিন পর পর জায়গা পরিবর্তন করায় আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এনএইচএফ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।