ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাইয়ের পক্ষে ভোট চাইতে গিয়ে ধর্ষণ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ভাইয়ের পক্ষে ভোট চাইতে গিয়ে ধর্ষণ!

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে নির্বাচনী প্রচারণার সময় এক গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের অভিযোগে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর ভাইকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বিষয়টি নিশ্চিত করেন।



তিনি বলেন, অাটক মানছুর তার ভাইয়ের পক্ষে রাতে একটি বাড়িতে ভোট চাইতে গেলে এ ঘটনা ঘটে। এ সময় ধর্ষণের শিকার গার্মেন্টস শ্রমিকের চিৎকার শুনে আশপাশের লোকজন ধর্ষণকারীকে আটক করে পুলিশকে জানায়। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ধর্ষণকারী মানছুরকে আটক করে।

পরে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি রিজাউল হক।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।