ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫, ঘরবাড়ি ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
বিজয়নগরে দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫, ঘরবাড়ি ভাঙচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল রেলস্টেশনের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে।



আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অন্তত ১০টি ঘর-বাড়ি ভাঙচুর করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার রাতে সিঙ্গারবিল গ্রামের ইব্রাহিম মিয়ার বাড়িতে সুন্নতে খাৎনার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে গান বাজানোকে কেন্দ্র করে ইব্রাহিমের পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের কবির মিয়ার লোকজনের বাকবিতণ্ডা হয়।

এর জের ধরে মঙ্গলবার বিকেলে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামলা পাশা জানান, সংঘর্ষ থামাতে পুলিশ আট রাউন্ড শটগানের গুলি ছুড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।