ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

‘সড়কে চাই জীবনের গ্যারান্টি’

রাজশাহীতে আরইউজের ব্যানারে সাংবাদিকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৬, ডিসেম্বর ১৬, ২০১৫
রাজশাহীতে আরইউজের ব্যানারে সাংবাদিকদের মানববন্ধন

রাজশাহী: ‘সড়কে চাই জীবনের গ্যারান্টি’, স্লোগানে মানববন্ধন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।



কর্মসূচি থেকে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিহত দৈনিক কালের কণ্ঠের সাবেক উপ-সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন সময় রাজধানী ঢাকায় নিহত আরও পাঁচ সাংবাদিক হত্যাকারী যন্ত্রদানব চালকদের আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানানো হয়।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ। অন্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য জাবীদ অপু, আনিসুজ্জামান, বিএফইউজের সাবেক সদস্য কাজী গিয়াস, রাজশাহী মেট্টোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, আরইউজের কোষাধ্যক্ষ তবিবুর রহমান মাসুম, আরইউজে নির্বাহী সদস্য সাইফুর রহমান রকি, জনাব আলী, সাংবাদিক তানজিমুল হক, শরীফ সুমন, ফটোসাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামাদ খান, সিনিয়র আলোকচিত্রী আজাহার উদ্দিন, সালাউদ্দিন প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সাধারণ সম্পাদক মাহবুব আলমের নেতৃত্বে সাংবাদিক নেতারা অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।