ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে বাসচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
গৌরনদীতে বাসচাপায় পথচারী নিহত ছবি: প্রতীকী

বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর মাহিলারা এলাকায় বিআরটিসির বাসচাপায় অজ্ঞাতপরিচয় (৬০) এক পথচারী নিহত হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।



স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে বরিশাল থেকে মাওয়াগামী বিআরটিসির একটি বাস ওই মহাসড়কের মাহিলারা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এসময় তাদের উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়। অপরজন শেবাচিমে ভর্তি রয়েছে।

শেবাচিমের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ বাংলানিউজকে একজন মারা যাওয়ার তথ্য জানিয়েছেন।

গৌরদনী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান চৌধুরী বাংলানিউজকে জানান, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠনো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১২ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।