ঢাকা: স্বাধীনতার চুয়াল্লিশ বছরে বিজয় উল্লাসে মেতেছে জাতি। রাজধানীর গলিপথ থেকে প্রধান সড়ক, প্যারেড গ্রাউন্ড থেকে বিনোদন কেন্দ্র সবখানেই লাল-সবুজের বিজয় উল্লাস।
রাজধানীর অন্যান্য বিনোদন কেন্দ্রের মত ঢাকা চিড়িয়াখানাতেও বিজয় দিবসের ছুটির দিনে সকাল থেকে দর্শনার্থীদের ঢল নেমেছে।
শিশু থেকে বয়োবৃদ্ধ সব বয়স এবং শ্রেণি পেশার মানুষের আগমনে মুখর চিড়িয়াখানা। পাশাপাশি বোটানিক্যাল গার্ডেনেও ঢল নেমেছে তরুণ-তরুণীদের।
চিড়িয়াখানায় তরুণ-তরুণী, শিক্ষার্থী ছাড়াও বাবা-মায়ের সঙ্গে এসেছেন শিশুরা। প্রায় সবারই কাপড়ে লাল-সবুজের রঙ। কেউ কেউ হাত ও মাথায় লাল-সবুজের ব্যান্ড পরে এসেছেন এই বিনোদন কেন্দ্রে। আর চিড়িয়খানার সামনে বিজয়ের রঙে রাঙিয়ে দিতে এসেছেন আঁকিয়েরাও।
ঢাকা চিড়িয়াখানার কিউরেটর এসএম নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজয়ের চিহ্ন লাল-সবুজের পোশাকে দর্শনার্থীরা শুরু করেন। বিকেলে দর্শানার্থীর সংখ্যা আর বেড়েছে।
অন্যান্য দিনে ১০-১২ হাজার দর্শনার্থী হলেও এদিন দিনব্যাপী টার্গেটের চেয়ে বেশি দর্শনার্থীর আগমন হবে বলে আশা করছেন কিউরেটর।
তিনি বলেন, সারা দিনে ৫০-৬০ হাজার দর্শনার্থী ছাড়িয়ে যাবে।
চিড়িয়াখানায় এ দিন বিশেষ আয়োজন না থাকলেও পরিস্কার-পরিচ্ছন্ন এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে দর্শনার্থীদের কোনো সমস্যা না হয়। কর্মীদের ছুটি বাতিল ছাড়াও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
চিড়িয়াখানায় ১৪০ প্রজাতির ২ হাজার ৬৪৪টি প্রাণি রয়েছে বলে জানান কিউরেটর নজরুল ইসলাম।
পশু-পাখির খাঁচার সামনে ভিড় ঠেলে দর্শনার্থীরা উপভোগ করছেন। দর্শনার্থীদের জন্য সতেজ রাখতে প্রাণিগুলোকে বিশেষ খাবার দেওয়া হয়েছে।
প্রবেশ ফি ২০ টাকায় সূর্যাস্ত পর্যন্ত ভেতরে অবস্থান করা যাবে যাবে বলে জানান কিউরেটর নজরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এমআইএইচ/এসএইচ