হাতিরঝিল থেকে: একটু গতি বাড়িয়ে দেয়া, একটু নিজের মতো করে ঘোরাফেরা, প্রিয়জনের হাতধরে পিচঢালা সড়কের পাশে চেয়ারে বসে গল্প করা, হাতে পতাকা নিয়ে বাবা-মায়ের মাঝখানে বসে মোটরসাইকেলে বসে ছোট্ট শিশুর শহর দেখা-বিজয় দিবসের সারাদিনে এমনই দৃশ্য দেখা মেলে রাজধানীর অন্যতম ‘বিনোদন কেন্দ্র’ হাতিরঝিলে।
দলবেধে বন্ধুদের নিয়ে পথচলা, স্কেটিং করে দ্রুত বেগে ছুটে চলা, কিলোমিটারের পর কিলোমিটার সাইক্লিং আর মাথায়-হাত বুকে লালা সবুজের পতাকা ঘিরে চলা।
হাতিরঝিলে ১৬ ডিসেম্বর সকাল থেকে কুয়াশাঘেরা দুপুর পর্যন্ত এসব দৃশ্যে ভরা। সূর্যের উঁকিঝুঁকির অপেক্ষায় নেই জনতা। তারা আসছেন বিজয়ের উল্লাসে। গর্র অর্জনের উন্মাদনায়। অবারিত সুখের বিজয়ের বিস্ময়ে।
বিকেলে হাতিরঝিল লেক মেতেছে ঐতিহ্যের নৌকা বাইচে। সেখানে ১০টি নৌকার বাইচে মাতবেন হাজার জনতা। বাংলাদেশে রোয়িং ফেজারেশন বিজয় দিবস উপলক্ষে এই আয়োজন করেছে।
৪৫ বছর পর এগিয়ে যাবার এই বাংলাদেশে হতিরঝিলের মত উন্নয়ন ছোঁয়ায় ভাসছে সব দিক। হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু, নগর ঘিরে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
এসব যেন স্বাধীনতার অর্জন। এই অর্জনে উল্লাসিত মানুষের বহিঃপ্রকাশ বিজয়ের দিন। যে দিনে মনের মত বেরিয়ে পড়ছেন নগরবাসী। অন্য উৎসবের মত ঐতিহ্যের ধারা নেই বটে, তবে আছে বাংলাদেশ নামের অর্জন, ৫৫ হাজার বর্গমাইলের একটি ভুখণ্ড। যে ভুখণ্ডে আমাদের পূর্বপুরুষদের বাস।
‘যে ভূমিতে আমরা আমাদের মতো কথা বলার স্বাধীনতা পাই। আমরা আমাদের মতো ঘুরে ফিরে উল্লাসে ভাসি, আমাদের কাছে এটাই বিজয়-কলেজ ছাত্র সৌরভ, সানি, মাহের, এহসান হাতিরঝিলে এসে বিজয়কে এভাবেই মনে করে।
স্কেটিং শেষে তখন তারা ফিরে যাবার পথে। মাথায় পতাকা টানিয়ে তারা বিজয়ের দিনে প্রায় প্রায় ১০কিলোমিটারের বেশি স্কেটিং করেছেন।
ছোট্টা শিশু মারিন বাবা আর মায়ের মাঝখানে বসে মোটরসাইকেল চড়ে ঘুরে দেখছে পুরো হাতিরঝিল। হাতে তার মতই ছোট্ট পতাকা। দ্রুত বেগে মোটরসাইকেলে চড়ে গেলো একদল তরুণ। বিজয়ের দিনেও তারাও যেন মেতেছে একটু নিজের মতো করে ঘুরে ফিরতে।
হাতিরঝিলের পাশে তেজগাঁও লিংক রোডে পিকাসো রেস্টুরেন্ট থেকে দেখা যায় পুরো হাতিরঝিল। কুয়াশা না থাকলে সেটা হতো আরও সুন্দর দেখা। এমনও দেখতেও আসছেনে অনেকে। যেখান থেকে মনে হবে একদিকে ঢাকা অন্যদিকে হাতিরঝিল। এখানে ঢাকা মানে ভবন আর ভবন। আর হাতিরঝিল মানে লেক, লেকের উপর সড়ক তার উপর পথচলা।
তাই সেখানে এমন কয়েকজনও পাওয়া গেলো যারা শুধু পিকাসোতে এসেছেন হাতিরঝিল দেখবেন বলে।
** হাতিরঝিলে বিজয় দিবসের নৌকাবাইচ
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এসএইচ