ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতিরঝিলে বিজয় দিবসের নৌকাবাইচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
হাতিরঝিলে বিজয় দিবসের নৌকাবাইচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে বিজয়ের ৪৪তম নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

হাতিরঝিল লেক পাড়ে উৎসুক দর্শনার্থী ব্যাপক-উৎসাহ উদ্দীপনা নিয়ে নৌকাবাইচ উপভোগ করেন।



বুধবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় এই প্রতিযোগিতা শুরু হয়। ১০টি নৌকা এতে অংশ নেয়।

ঢাকা রোয়িং ফেডারেশন প্রতিবারের মতো এবারও এই আয়োজন করেছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, ‘হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নৌকাবাইচ আমাদের শহর জীবনে আনন্দ দিচ্ছে। দেশের নদ-নদী যে সময় মরে যাচ্ছে, তখন নৌকাবাইচের মতো এমন প্রতিযোগিতা নিঃসন্দেহে আনন্দের।

বাংলার ঐতিহ্যবাহী এই সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য সবার সহযোগিতাও কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

নৌকাবাইচে অংশ নেয় বাংলাদেশ মাঝিমাল্লা সমিতি, শাহীনবাগ রোইং ক্লাব, নিউইয়ং স্টার রোইং ক্লাব, উত্তরখান রোইং ক্লাব, সুজনী রোইং ক্লাব, টঙ্গী রোইং ক্লাব, নিউগাজী রোইং ক্লাব, ধানমন্ডি রোইং ক্লাব, জনস্বাস্থ্য প্রাক্তন প্রকৌশল রোয়িং ক্লাব, আলী নগর রোয়িং ক্লাব, আবেদনী রোয়িং ক্লাব, বরিশাল রোয়িং ক্লাব, পাবনা রোয়িং ক্লাব, নারায়নগঞ্জ রোয়িং ক্লাব ও ইউনিভার্সেল রোইং ক্লাব।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর‍ ১৬, ২০১৫
এসএ/টিআই

** বিজয়ের হাতিরঝিল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।