ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে মহান বিজয় দিবস উদযাপিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
জয়পুরহাটে মহান বিজয় দিবস উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: স্বাধীনতার ৪৪ বছর পূর্তি উপলক্ষে জয়পুরহাটে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দিনের কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুর রহিম ও পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম।



এ সময় মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. আব্দুর রহিম, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, জেলা পরিষদ প্রশসক এসএম সোলায়মান আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন প্রমুখ।

পরে পুলিশ সদস্য, বিএনসিসি, স্কাউটস ও বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ বিষয়ক নানা ধরনের ডিসপ্লে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আজকের এ মাহেন্দ্রক্ষণে গভীর শ্রোদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার উদাত্ত আহবানে সাড়া দিয়ে জীবন বাজি রেখে বাঙ্গালি জাতি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং দীর্ঘ নয় মাস যুদ্ধে সীমাহীন ত্যাগ ও অসীম বীরত্ত প্রদর্শন করে কাঙ্খিত বিজয় অর্জন করে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।