ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসে ঢাবিতে জনতার ঢল

বাংলানিউজ টিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
বিজয় দিবসে ঢাবিতে জনতার ঢল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মহান বিজয় দিবসে জনতার ঢল নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থান মানুষের পদচারণায় মুখর।



বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের বিকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ এসে জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। টিএসসি থেকে শুরু করে দোয়েল চত্ত্বর, স্বাধীনতা সংগ্রাম, স্মৃতি চিরন্তন, মল চত্ত্বর, কলা ভবন, হাকিম চত্ত্বর- সব জায়গাই লোকে লোকারণ্য।

বিজয়ের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে বিজয় উৎসব, বিজয় কনসার্ট, বিজয় মুহূর্ত, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোক চিত্র প্রদর্শনীসহ নানা অনুষ্ঠান। এসব অনুষ্ঠানকে কেন্দ্র করেই এই মানুষের ভিড়। এ ভিড়ে যেমন ছিলেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ শিক্ষার্থীদের অভিভাবকরা, তেমনই ছিলেন সাধারণ মানুষও।

বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কথা হয় সঙ্গীত বিভাগের এক শিক্ষার্থীর মায়ের সঙ্গে। তিনি জানালেন, সন্ধ্যায় সঙ্গীত বিভাগের আয়োজনে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তা উপভোগ করতেই আসা।

স্বাধীনতা সংগ্রামে গিয়ে দেখা যায় বিজয় উৎসব উদযাপন করতে তরুণেরা ভিড় করেছেন সেখানে। বিশাল আকৃতির ভাস্কর্যের সঙ্গে অনেকেই ছবি তোলায় ব্যস্ত। বিজয় দিবসে নিজেদের স্মৃতিকে ধরে রাখতেই এই ছবি তোলা বলে জানালেন ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী শুভ দেবনাথ।

ব্যান্ড তারকা জেমস এবং মিলা মাতিয়েছেন মল চত্ত্বর। বিকালে জেমস বাংলাদেশ, মীরা বাঈ, দুষ্টু ছেলেসহ তার জনপ্রিয় বেশ কয়েকটি গান পরিবেশন করেন।

এদিকে, বিজয় দিবস উপলক্ষে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় আলোকসজ্জা করা হয়েছে। নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘন্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এইচআর/এমআইকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।