ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৬৪ জেলা পরিষ্কার করবেন এক লাখ স্বেচ্ছাসেবক

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
৬৪ জেলা পরিষ্কার করবেন এক লাখ স্বেচ্ছাসেবক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের ৬৪ জেলা পরিষ্কার-পরিচ্ছন্নতায় কাজ করবেন এক লাখ স্বেচ্ছাসেবক। বছরব্যাপী বাসা-বাড়ি, অফিসের সামনে, উন্মুক্তস্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করবেন তারা।



বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে সামাজিক সংগঠন ‘পরিবর্তন চাই’।

এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান ফিদা হক।

লিখিত বক্তব্যে তিনি জানান, প্রথমবারের মতো ‘পরিবর্তন চাই’র উদ্যোগে সারাদেশে গত ২০১৪ সালের ৩১ ডিসেম্বর ‘দেশকে পরিষ্কার করি দিবস’ হিসেবে পালন করার জন্য ঘোষণা করা হয়। কিন্তু অনিবার্য কারণে দিবসটি গত ৩ জানুয়ারি পালন করা হয়।

একই ধারাবাহিকতায় আগামী ৬ ফেব্রুয়ারি সারা দেশে ‘দেশকে পরিষ্কার করি দিবস’ হিসেবে পালন করবে সংগঠনটি।

গত বছরের অভিযানে সারাদেশের ৪৩টি জেলায় এ কাযর্ক্রম পরিচালিত হয়। এতে বিশ হাজারের বেশি স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। বেলা ১১টা থেকে দুপুর একটা পযর্ন্ত বাসা-বাড়ি, অফিসের সামনে, উন্মুক্তস্থানের ময়লা-আবর্জনা পরিস্কার করেন এসব স্বেচ্ছাসেবকরা।

অভিযানের অংশ হিসেবে ঢাকাসহ বিভাগীয় শহরে প্রায় একশ’টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

আগামী বছর এ অভিযান আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সারাদেশে এক হাজার ডাস্টবিন স্থাপন করা হবে। অভিযান পরিচালিত হবে দেশের ৬৪ জেলায়। অভিযান প্রস্তুতির অংশ হিসেবে সিলেট, রাজশাহী ও চট্টগ্রামে অভিযান পরিচালনা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন থেকে প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম শনিবার দিবসটি (দেশকে পরিষ্কার করি দিবস) উদযাপন করা হবে।

সংবাদ সম্মলনে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক’র (এমটিবি) কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সামিয়া চৌধুরী বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে মিউচ্যুয়াল ব্যাংক বিভিন্ন কার্যক্রম সম্পাদন করে আসছে। ইতিমধ্যে তৃণমূল পর্যায়ে শিক্ষা নিয়ে আমরা অনেকগুলো কাজ করছি। ভবিষ্যতেও সমাজের বিভিন্ন সেবামূলক কাজে এমটিবি কাজ করবে।

উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, আমাদের নিজ থেকে সচেতনতা বাড়াতে হবে। নিজেরা নিজেদের জায়গা থেকে কাজ করি তাহলে এ বিষয়ে কাজ আরও সহজ হবে।

সম্মেলনে জানানো হয়, ‘দেশটাকে পরিষ্কার করি দিবস ২০১৬’র আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর আবদুল্লাহ আবু সায়ীদ। পৃষ্ঠপোষকতা করছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, অ্যাকশন এইড বাংলাদেশ এবং সূর্যমুখী লিমিটেড।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থপতি তুঘলক আজাদ, বেন অস্ট্রেলিয়া কনভেনর কামরুল আহসান, সমাজকর্মী ওমর চৌধুরী।

বাংলাদেশ সময়: ১২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
একে/টিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।